হ্যালো জাভাস্ক্রিপ্ট 👋

হ্যালো জাভাস্ক্রিপ্ট 👋

এই যে হ্যালো। না, আপনাকে না। জাভাস্ক্রিপ্ট কে বলছি!! হা হা । আসলে আজকের টপিকই হচ্ছে জাভাস্ক্রিপ্ট কে হ্যালো বলা নিয়ে।

আই মিন, সবাই তো প্রোগ্রামিং শুরু করে “Hello World” প্রিন্ট করে। আমরা না হয় “ Hello JavaScript ” দিয়েই শুরু করি…

জাভাস্ক্রিপ্টে কোনো কিছু প্রিন্ট করার ( আউটপুট দেখার ) কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে কিছু DOM ( Document Object Model ) ও Browser এর সাথে সম্পৃক্ত । সেগুলো ব্যবহার করা হয় Project করার সময়। আমরা এখন সেগুলো নিয়ে মাথা ঘামাবো না। ঘামাবো জাস্ট ১ টা নিয়ে -

সেটা আর কিছুই না, console.log() মেথড !

ফান ফ্যাক্টঃ আমি “কনসোল” কে “চঞ্চল” পড়ি 😁

যাই হোক, console.log( এর ভিতরে ) যা লিখবেন তা-ই আউটপুটে দেখাবে।

আপনি চাইলে গাণিতিক ক্যালকুলেশন ও করতে পারবেন। যেমনঃ

console.log("Hello JavaScript"); // Hello JavaScript
console.log( 20 -10 ) ; // 10
console.log("😮😊"); // 😮😊

চাইলে আপনিও হ্যালো বলে আসতে পারেন — 👉 Go to JS Editor

আর খিদা লাগলে console.log(“b” + “a” + + “a” + “a”) করতে ভুলবেন না 🤤

নোটঃ কোনো টেক্সট প্রিন্ট করতে হলে অবশ্যই কোটেশন (“ ”) এর ভিতর লিখতে হবে।


বোনাস!

ধরেন আপনার কোড অন্য কেউ পড়ে যাতে বুঝতে পারে কোডটার কাজ কি? বা নিজের বোঝার জন্য কিছু নোট লিখে রাখতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন?

এই জিনিসটাকে বলা হয় “কমেন্ট” । আর কমেন্ট কিন্তু কোডের সাথে রান হয়ে যায় না। তাই যত খুশি কমেন্ট লিখতে পারেন কোনো সমস্যা নেই।

জাভাস্ক্রিপ্টে কমেন্ট লিখতে হলে তার আগে দুইটা স্ল্যাশ ( // ) বসিয়ে দিবেন, ব্যাস ! হয়ে গেল কমেন্ট।

যেমনঃ

// এটা একটা কমেন্ট।
// হ্যাঁ। উপরে আউটপুট বোঝানোর জন্য কোডের পাশে যেগুলো লিখছি সেগুলোও।

আচ্ছা, যদি কমেন্ট এক লাইনের বেশি হয় ? তাহলে কি প্রত্যেক লাইনের সাথে এই আজাইরা // বসাতে হবে?

না, মাল্টি-লাইন কমেন্ট লিখার সিস্টেম আলাদা।

/* দিয়ে শুরু
এক লাইন
দুই লাইন
- - - - - - - - - - - - - 
যত খুশি তত লাইন
আর শেষে থাকবে */

আশা করি অনেকটাই বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট বক্সে

console.log( কমেন্ট ) করতে পারেন… 😇

ধন্যবাদ ❤